ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

Spread the love

ব্রাহ্মণবাড়িয়া থেকে এস এম নাছির উদ্দীন খানের রিপোর্ট বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ এর আওতায় একশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ ১২ মে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কসবা উচ্চ মাধ্যমিক অফিসার তৌহিত ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ ম হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের,কসবা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক, সেলিমগীর হোসেন,কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল হাসনাত,কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জামশেদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, মিডিয়া প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।ল্যাপটপ বিতরণের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম আরও প্রযুক্তিনির্ভর ও আধুনিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন মীরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *